2014-03-24

আপনি জানেন কি? আগামী May মাস থেকে চালু হতে যাচ্ছে Long-term Evolution LET সেবা। WimaX প্রতিষ্ঠানগুলোর সাথে Mobile Operator-গুলোও আসছে 2014-15 অর্থ-বছরের 4G Internet সেবা চালু করবে বলে জানিয়েছেন BTRC's Chairman সুনীল কান্তি বোস। চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা চালু করতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হচ্ছে Banglalion, Qubee এবং Bangladesh Internet Exchange Limited (BIEL)।

What is 4G?

4G অর্থাৎ Fourth Generation, যার বাংলা অর্থ হলো চতুর্থ প্রযন্ম। যা Mobile Telecommunication-এর সর্বাধুনিক সংস্করন 4G। এটি সম্পূর্নরূপে Internet Protocol ভিত্তিক একটি Telecommunication System যা গ্রাহককে Ultra-broadband Mobile Internet Access প্রদান করে থাকে। 4G প্রযুক্তি হচ্ছে 3G Mobile-এর আধুনিকতর সংস্করন।

4G Benefits:

4G-তে মিলবে সর্বাধুনিক Mobile Wireless Broadband সেবা।

Download Speed 40mb পর্যন্ত।

Upload Speed 20mb পর্যন্ত।

High Speed Mobility.

অত্যন্ত কম Latency Rate। ফলে Data Package Transfer হতে সময় কম লাগবে।

বিভিন্ন রকমের Spectrum-এ 4G-কে কার্যকর করা যায়।

4G এই মুহূর্তে সবচেয়ে আধুনিক প্রযুক্তি।

4G-তে Data Downlink Speed 100mb পর্যন্ত যেতে পারে।

এখন আমরাও প্রস্তুত এই 4G সেবা গ্রহণ করতে। এখন শুধু অপেক্ষা...

Copyright © 2013 Virtual aia | All rights reserved

Show more