প্রজ্ঞানন্দ ভিক্ষু ইংরেজী রিলেটিভ এই বিশেষণটির বাংলা অর্থ আত্নীয়। আত্নীয় শব্দের আরও কিছু সমার্থক জ্ঞাতি, মিত্র, কল্যাণকামী ইত্যাদি। আমরা আত্নীয় বলতে যেটুকু বুঝি তা হল একই বংশে, একই পরিবারে জন্ম নিলে, কারো শরীরে একই বংশের রক্ত প্রবাহিত হলে সে আত্নীয় হিসেবে বিবেচিত হয়। বংশের বা কুটুমের বাইরে জন্ম নিলে আমরা তাদের আত্নীয় মনে করি না […]