রবীন্দ্রনাথ ঠাকুর তখন একটি পত্রিকার সম্পাদনার ভার নিয়েছেন। বঙ্কিমচন্দ্রের ভাইপো পত্রিকার সহসম্পাদক। প্রচন্ড দাপট তাঁর। লেখকরা হালে পানি পান না। একদিন এক তরুণ কবি রবীন্দ্রনাথকে বললেন, “আপনার এসিস্ট্যান্ট বড় বেশী খবরদারি করেন। ওঁকে এতো পাত্তা দেন কেনো আপনি?”
“আরে ও হচ্ছে পত্রিকার শ সম্পাদক। ওঁকে পাত্তা দেবো না? অবশ্য তোমাদের কাছে ও দুঃসহ সম্পাদক।“